পুঁজিবাজারের অস্থিরতা নিয়ে বিনিয়োগকারীদের দায়ী না করে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিনিয়োগকারীদের দায় নেই। বরং এর পেছনে রেগুলেটর ও প্লেয়ারদের বড় ভূমিকা রয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।
আজ শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাংকিং অ্যালমানাক’ গ্রন্থের ষষ্ঠ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন বিনিয়োগকারীদের সতর্ক করে বলেন, আপনারা জেড ক্যাটাগরির শেয়ার কিনছেন, যার কোনো ভিত্তি নেই। এসব শেয়ার কাগজের মতোই মূল্যহীন হয়ে যাবে। শেয়ারের দাম কমলেই আন্দোলনে নামা সমাধান নয়।
তিনি আরও বলেন, পুঁজিবাজারে আমাদের অবস্থান ব্যাংকিং ও আর্থিক খাতের মতোই। এখানে দীর্ঘদিন ধরে তথ্য লুকানোর প্রবণতা দেখা গেছে, যা পরিবর্তনের চেষ্টা চলছে।
পুঁজিবাজারসহ আর্থিক খাতের উন্নয়নে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালুর উদ্যোগের কথা জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, ব্যবসায়ীরা যেন এক জায়গা থেকেই প্রয়োজনীয় তথ্য পান, সে ব্যবস্থা করা হচ্ছে। এতে তথ্য পেতে আর বারবার দৌড়াতে হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকিং অ্যালমানাকের বোর্ড অব এডিটরসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
গ্রন্থের এক্সিকিউটিভ এডিটর সৈয়দ জিয়াউদ্দিন আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থসচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং বিএবি চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার।
এছাড়া ব্যাংকিং অ্যালমানাকের বোর্ড অব এডিটরসের সদস্য ও গ্লোবাল ইসলামি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং প্রকল্প পরিচালক আবদার রহমানও তাদের অভিমত ব্যক্ত করেন।
পুঁজিবাজারের অস্থিরতা নিয়ে দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, আমরা কোনো ক্ষমতা প্রদর্শন করতে আসিনি, বরং দায়িত্ব পালনের মাধ্যমে খাতগুলোর স্থিতিশীলতা আনার চেষ্টা করছি।