শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

ব্যবসায়ীদের সহায়তা সরকারের প্রয়োজন: অর্থ উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৪, ১৫ ডিসেম্বর ২০২৪

Google News
ব্যবসায়ীদের সহায়তা সরকারের প্রয়োজন: অর্থ উপদেষ্টা

আগামী বাজেটে ব্যবসায়ীদের প্রণোদনা কমবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যৌক্তিক কর দিতে হবে ব্যবসায়ীদের। আজ রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-আইবিএফবি'র বার্ষিক সম্মেলনে এসব কথা বলেছেন অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, দেশের আর্থিক খাত এগিয়ে নিতে মধ্যমেয়াদী পরিকল্পনা নেবে সরকার। এমন পরিস্থিতিতে কর অব্যাহতি, রাজস্ব চুরি এসব কমিয়ে আনতে বিশ্বব্যাংক, এডিবির চাপ বাড়ছে। তাই ব্যবসায়ীদের সহায়তা সরকারের প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

তার মতে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ খাঁদের কিনারে চলে গেছে এমনটা নয়, তবে কিছুটা উদ্বেগ আছে। সিন্ডিকেট ভাঙতে সরকারের প্রচেষ্টা চলমান আছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক সমঝোতা না থাকলেও, পণ্যের বাজারে চাঁদাবাজির সমঝোতা আছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের