নতুন করে ছাপানো নোট অর্থনীতিতে কোনো বিরূপ প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আগের সরকার নোট ছাপিয়েছিল এস আলমকে টাকা পাচারের সুবিধা করে দিতে। আর অন্তর্বর্তী সরকার নতুন নোট ছপিয়েছে ব্যাংকগুলোকে সহযোগীতা করতে।
আজ রোববার (১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, পতনের ছয় মাস আগেও আওয়ামী লীগ ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছিল। এস আলমকে টাকা পাচারে সাহায্য করাই এর আসল উদ্দেশ্য ছিল। ব্যাংকগুলোকে সহায়তা করতে বর্তমান সরকার ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। তাদের উন্নয়নের গল্পের পোস্টমর্টেমে ভয়াবহ চিত্র বেরিয়ে এসেছে। সেই চিত্র পাঠ্যবইয়ে যোগ করা উচিত। যাতে পরবর্তী প্রজন্ম লুটপাটের বিষয়ে জানতে পারে।