শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার ৩.৯১ শতাংশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১২, ২৮ অক্টোবর ২০২৪

Google News
চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার ৩.৯১ শতাংশ

গত অর্থবছরের (২০২৩-২৪) চতুর্থ ও শেষ প্রান্তিকের ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩.৯১ শতাংশ।

সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) শেষ প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিএস জানায়, ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৯১ শতাংশ। এর আগে তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৫.৪২ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে হয়েছিল ৪.৭৮ শতাংশ এবং প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল ৬.০৪ শতাংশ।

আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিবিএস জানায়, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫.২৭ শতাংশ। শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩.৯৮ শতাংশ এবং সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৭ শতাংশ।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের