শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

Radio Today News

নিত্যপণ্যের বাজারে আগুন, হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৭, ১৮ অক্টোবর ২০২৪

Google News
নিত্যপণ্যের বাজারে আগুন, হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ

কিছুতেই যেন নাগালে আসছে না নিত্যপণ্যের দাম। বাজারে গিয়ে রীতিমত হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) কাঁচা বাজার ঘুরে দেখা যায়, পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে মিলছে না কোন সবজিই। রকম ভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৭০ টাকায়।

লাউ, কুমড়ার দরও আটকে আছে ৬০ থেকে ৭০ এর মধ্যে। জাত ভেদে বেগুন কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা পর্যন্ত। টমেটোর দর হাঁকা হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা।

কোথাও কোথাও কাঁচা মরিচের কেজি আবারও ৪শ’ টাকা ছাড়িয়েছে। তবে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না হলেও গত কদিনের তুলনায় কমেছে ডিমের দাম।

বিভিন্ন পাইকারি বাজারগুলোতে ডিম ১২ টাকা ৬০ পয়সা করে বিক্রি হলেও মুদি দোকানে খুচরা মূল্যে প্রতি পিস ডিম পাওয়া যাচ্ছে ১৩ থেকে ১৪ টাকায়।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের