শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

Radio Today News

মূল্যস্ফীতি যেমন একদিনে বাড়েনি, তেমনি কমতেও সময় লাগবে: অর্থ উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৫, ৯ অক্টোবর ২০২৪

আপডেট: ১৮:৩৬, ৯ অক্টোবর ২০২৪

Google News
মূল্যস্ফীতি যেমন একদিনে বাড়েনি, তেমনি কমতেও সময় লাগবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি অফিসিয়ালি ১ শতাংশ কমেছে। মূল্যস্ফীতি কমতে সময় লাগবে বলেও এসময় উল্লেখ করেন তিনি। আজ (বুধবার, ৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে তিনি এসব কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, 'মূল্যস্ফীতি অফিশিয়ালি ১ শতাংশ কমেছে। মূল্যস্ফীতি যেমন একদিনে বাড়েনি, তেমনি কমতেও সময় লাগবে। গত সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.৯২ শতাংশে, যা আগস্টে ছিল ১০.৪৯ শতাংশ।'

চিনির ওপর শুল্ক কমানো হয়েছে বলেও এ সময় জানান তিনি।

ড. সালেহউদ্দিন বলেন, 'নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না। আজ মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হলো। এলএনজি আমদানি, কৃষির সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আপনারা স্বস্তি পাবেন।'

অর্থ উপদেষ্টা বলেন, 'স্বস্তি পাবেন। আপনারা অধৈর্য হয়েন না। এ জিনিসটা কিন্তু অনেক কমপ্লেক্স। মনে করেন না মূল্যস্ফীতি বেড়ে গেছে হঠাৎ করে। এটার পেছনে অনেক ফ্যাক্টর আছে। এখানে বাজারের ফ্যাক্টর আছে। বাজারে মনিটরিংয়ের ফ্যাক্টর আছে। পণ্য উৎপাদন, পণ্য বিপণন, উৎপাদন করলেও সেটা বিপণনের ক্ষেত্রে অনেক ব্যাপার আছে।'

চাঁদাবাজি আগের চেয়ে কমেছে। পুরনো লোক চলে গেছে, কিন্তু তাদের জায়গা ফাঁকা থাকে না বলে জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের