আগামী ৩ বছরে বাংলাদেশকে ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। এটা একটা প্যাকেজের আওতায় দেয়া হবে। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন খাতের জন্য এই অর্থ দেবে তারা। তিনি বলেন, বিষয়টি নিশ্চিত করেছেন আইডিবির রিজিওনাল হাব ম্যানেজার নাসিস সোলাইমান।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন।
উপদেষ্টা জানান, ভৌত অবকাঠামোসহ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাঘাট নির্মাণে অর্থনৈতিক এ সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। জ্বালানি, বিদ্যুৎ খাতেও সহায়তা করবে তারা।
এর আজ সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিও ভারজিসসহ সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়।
বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, তারা বাংলাদেশকে অর্থনৈতিক খাতের সংস্কার এবং বাজেট সহায়তা করবে। তবে সবকিছুই যাতে সহজ এবং বাস্তবায়নযোগ্য হয় এমনটাই আলোচনা হয়েছে বিশ্ব ব্যাংকের সঙ্গে।
সালেহ উদ্দিন আহমেদ বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের একটি বড় দাতাগোষ্ঠী।তাদের সঙ্গে ঋণ সহায়তা নিয়ে যে আলোচনা হয়েছে তা এ বছর কিছু ছাড় দিবে, বাকিটা আগামী বছর।
তিনি আরও বলেন, ব্যাংকের তারল্য সংকট উত্তরণের জন্য সহায়তা চাওয়া হয়েছে বিশ্বব্যাংকের কাছে। এ ব্যাপারে ইতিবাচক তারা। তবে বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে তাদের সঙ্গে।
ঋণ সহায়তায় নির্দিষ্ট কোনো শর্ত না দিলেও তা যাতে বাস্তবায়নযোগ্য হয়, তা নিয়ে আলোচনা হবে এই উন্নয়ন সংস্থার সঙ্গে, যোগ করেন অর্থ উপদেষ্টা।
রেডিওটুডে নিউজ/আনাম