পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক শক্তভাবে কাজ করবে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
গভর্নর বলেন, ‘সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলোকে সীমিত পরিসরে তারল্য সহায়তা দেওয়া হবে। আন্তঃব্যাংকিং লেনদেন প্রক্রিয়ায় দেওয়া এ ঋণের গ্যারান্টার হবে বাংলাদেশ ব্যাংক।
গভর্নর জানান, ‘ব্যাংক খাত পুণরুদ্ধারে সময় লাগবে দুই থেকে তিন বছর। আর এক বছরের মধ্যেই এ খাতে স্থিতিশীলতা ফেরানো সম্ভব। ’
রেডিওটুডে নিউজ/আনাম