রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪,

২৪ ভাদ্র ১৪৩১

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪,

২৪ ভাদ্র ১৪৩১

Radio Today News

স্বর্ণের দামে আবারও রেকর্ড, স্বর্ণালঙ্কারের দামে নতুন ইতিহাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৪, ১৪ জুলাই ২০২৪

Google News
স্বর্ণের দামে আবারও রেকর্ড, স্বর্ণালঙ্কারের দামে নতুন ইতিহাস

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রেক্ষিতে এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৯০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা হয়েছে। তবে এক ভরি স্বর্ণালঙ্কার কিনতে ক্রেতাদের প্রায় ১ লাখ ৩৩ হাজার টাকা গুনতে হবে। দেশের ইতিহাসে স্বর্ণের অলঙ্কারের এতো দাম আগে কখনো হয়নি।  

আগামীকাল সোমবার (১৫ জুলাই ) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এদিকে স্বর্ণালঙ্কারের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। এর আগে দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায় বিক্রি হয়েছে। ১৮ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে ২০ এপ্রিল বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই দামে স্বর্ণ বিক্রি হয়। সে সময় এক ভরি স্বর্ণালঙ্কারের সর্বনিম্ন দাম নির্ধারিত হয় ১ লাখ ২৯ হাজার ১১৯ টাকা। এদিকে আগে ভরি প্রতি মজুরি ধরা হতো ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। কিন্তু এই নিয়ম পরিবর্তন করে গত ১৪ মে ভরি প্রতি ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ৬ শতাংশ। এতেই নতুন দামে স্বর্ণের অলঙ্কারের ক্ষেত্রে ভরি প্রতি ন্যূনতম মজুরি দিতে হবে ৭ হাজার ১০৮ টাকা।  

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের