
স্বামী রিমের সাথে নাবিলা
কন্যাসন্তানের মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক মাসুমা রহমান নাবিলা।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার কোলজুড়ে আসে কন্যাসন্তান। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন জানিয়েছেন নাবিলার পরিবার।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নাবিলা। তিনি জানান, তার মেয়ের নাম রেখেছেন মালহার মাসুমা হক, ডাক নাম স্মিহা। পোস্টে তার সন্তানের জন্য সবার কাছে দোয়া চান এই অভিনেত্রী।
চলতি বছরের এপ্রিলে বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন নাবিলা। সেখানে জুলাই মাসে সম্ভ্যাব্য সময় উল্লেখ করলেও, ৯ মাসেই সন্তানের মুখ দেখার সৌভাগ্য হল তার।
নাবিলার মডেলিংয়ে আত্নপ্রকাশ ঘটে ২০০৬ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত একটি সার্প ব্লেডের বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর নিয়মিত ছিলেন মিডিয়ায়। তবে ২০১৬ সালে অমিতাভ রেজার আয়নাবাজি চলচিত্রে অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। ২০১৮ সালে স্বামী জোবাইদুল হক রিমের সাথে বিয়ের আসরে বসেন তিনি।