
চিত্র নায়িকা পরীমনি
রোববার (২৭ জুন) দুপুরে ঢাকা জেলার সাভার মডেল থানায় হাজির হন চিত্রনায়িকা পরীমনি। দুপুর আড়াইটার দিকে একটি সাদা প্রাইভেটকারে চড়ে তিনি সাভার মডেল থানায় উপস্থিত হন। থানায় গিয়ে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির কক্ষে প্রবেশ করেন।
নিজেকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার তদন্ত কাজে সাভার মডেল থানায় হাজির হন পরীমনি। এসময় তার সাথে আরো কয়েকজন উপস্থিত ছিলেন।
সাভার মডেল থানার ওসি মাঈনুল ইসলাম বলেন, পরীমনি থানায় এসেছেন। মামলার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সম্প্রতি ঢাকা বোট ক্লাবের ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় ডেকে আনা হয়েছে। এদিকে পরীমনি সাভার মডেল থানায় প্রবেশের সাথে সাথেই থানার প্রধান গেট বন্ধ করে দেয়া হয়। গণমাধ্যমকর্মী সহ কাউকেই থানার ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।
সাভার মডেল থানায় পরীমনির দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমি ৫ দিনের রিমান্ডে রয়েছেন। গত ২৩ জুন তাদেরকে সাভার মডেল থানায় নেওয়া হয়।
পরীমনির অভিযোগ আগের পরিচিত অমি গত ৮ জুন রাতে তাকে ‘পরিকল্পিতভাবে’ বোটক্লাবে নিয়ে যান এবং সেখানে নাসির তাকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন।