ফাইল ছবি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে হামলার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মামার পক্ষে বেশ কিছু দিন ধরেই প্রচার-প্রচারণা চালান গোলাম রাব্বানী।
রবিবার (২৬ ডিসেম্বর) ভোটগ্রহণ চলাকালীন ৭নং ওয়ার্ডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেয়ার চেষ্টা করছে এমন খবর পেয়ে দলবল নিয়ে সেখানে যান গোলাম রাব্বানী। সেখানে গিয়ে মোশারফ মোল্লার ছেলের ওপর চড়াও হন তিনি। এক পর্যায়ে হাতাহাতি-মারামারি শুরু হলে গোলাম রাব্বানীকে ছুরিকাঘাত করা হয়। এতে রাব্বানীর ডান হাতের দুইটি আঙ্গুল কেটে যায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ঘটনায় উভয় পক্ষের আরও ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা গোলাম রাব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে রাব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে ভোট কেন্দ্রে হামলার ঘটনায় এখনো পর্যন্ত পুলিশী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিবে।
রেডিওটুডে নিউজ/এমএস