বুধবার,

৩০ অক্টোবর ২০২৪,

১৫ কার্তিক ১৪৩১

বুধবার,

৩০ অক্টোবর ২০২৪,

১৫ কার্তিক ১৪৩১

Radio Today News

না.গঞ্জে যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বস্তুটি ‘টাইম বোমা’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৬, ৬ জানুয়ারি ২০২৪

Google News
না.গঞ্জে যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বস্তুটি ‘টাইম বোমা’

নারায়ণগঞ্জ  জেলার সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে উদ্ধার হওয়া বস্তুটি টাইম বোমা ছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত ২টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান।

এটি যেকোনো সময় কার্যকর হয়ে বিস্ফোরণ ঘটাতে পারতো বলে জানানো হয়। সেটি হলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল।

এ সময় তিনি বোম ডিসপোজাল ইউনিটের বরাত দিয়ে জানান, এ টাইম বোমাটিতে টাইমার সেট করা ছিল। নির্দিষ্ট সময়ে সক্রিয় হয়ে সেটি বিস্ফোরিত হতো। এতে পুরো বাসটিতে আগুন ধরে বাসে থাকা সবাই অগ্নিদগ্ধ হয়ে বড় দুর্ঘটনা ঘটতো। পরে তারা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিশদভাবে জানানো যাবে বলেও জানান এসপি গোলাম মোস্তফা রাসেল।

এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের একটি বাস থেকে বোমাটি উদ্ধার করা হয়।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের