
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দানবাক্স থেকে পাওয়া ২৩ বস্তা টাকা গণনায় ইতোমধ্যে ৫ কোটি ৫২ লাখ ছাড়িয়ে গেছে। কিন্তু এখনও টাকা গণনা চলছে।
শনিবার (১৯ আগস্ট) রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সোয়া ৮টায় মসজিদের দানবাক্স খুলে টাকাগুলো মসজিদে দোতলায় গণনার জন্য আনা হয়।
জানা গেছে, শনিবার সকাল সোয়া ৮টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দান দানবাক্স খোলা হয়। পরে ২৩টি বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয় গণনার জন্য। এখন চলছে টাকা গণনার কাজ। এদিকে গত ৬ মে মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৯ বস্তায় ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা পাওয়া যায়। এ ছাড়া বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল।
সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম জানান, শনিবার (১৯ আগস্ট) টাকা গণনাকালে সন্ধ্যা সাড়ে ৭টার আগেই ৫ কোটি ৫২ লাখ ছাড়িয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এবার আগের সব রেকর্ড ভেঙে টাকা প্রাপ্তির নতুন রেকর্ড হবে।
রেডিওটুডে/এমএমএইচ