
সংগৃহিত ছবি
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। রাজধানীর বিমানবন্দর সড়ক, বনানী, রামপুরা ও বাড্ডা এলাকার সড়কে বেশি যানজট। এমন পরিস্থিতির মধ্যে বৃষ্টি পড়ছে। যার ফলে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
যানজটের পাশাপাশি বৃষ্টি হওয়ায় অফিসগামী, শিক্ষার্থীসহ প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষের যেন ভোগান্তি বেড়েছে। বৃষ্টির কারণে গণ-পরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে পারছেন না অনেকে। যার কারণে দীর্ঘ যানজটের মধ্যে বাসেই বসে থাকতে হচ্ছে তাদের।
এছাড়া ফার্মগেট, মিরপুরের আশেপাশের সড়কেও যানজট লক্ষ্য করা গেছে। এর সঙ্গে বৃষ্টি, আর তাই সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
রেডিওটুডে নিউজ/এসবি