সংগৃহিত ছবি
কিশোরগঞ্জের একটি অটোরিকশার গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে ৩৮টি অটোরিকশা।
বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে শহরের চরশোলাকিয়ার বনানী মোড় এলাকার আরজু অটো সেন্টার নামে ওই গ্যারেজে আগুন লাগে। গ্যারেজটিতে অটোরিকশাগুলোয় চার্জ দেয়া হতো।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, ভোর ৫টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়।
প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিঢে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে গ্যারেজের ৩৮টি অটোরিকশা পুড়ে গেছে। প্রায় ২৫লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা ফায়ার সার্ভিসের।
গ্যারেজের মালিক আরজু মিয়া জানান, ‘গ্যারেজে রাত থেকে সকাল পর্যন্ত অটোরিকশা চার্জ দেয়া হয়। ৩৮টি মতো অটোরিকশা সেখানে চার্জ দেয়া হয়। এ ছাড়া অটোরিকশাসংক্রান্ত যাবতীয় মেরামতও এখানে করা হয়। সেগুলোর পার্টসও ছিল এখানে। আগুনে সব পুড়ে গেছে।
রেডিওটুডে নিউজ/এসবি