কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, জনসম্পৃক্ততা না থাকায় বিএনপির আন্দোলন ২০১৫ সালের মতো এবারেও কাজে আসবে না।
তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে ২০১৫ সালের মতো তাণ্ডব সৃষ্টির অপচেষ্টা করছে। জনগণের মাঝে বিএনপির ভিত্তি নেই। জনগণের সম্পৃক্ততা নেই বলে তাদের (বিএনপি) আন্দোলন আগের মতো এবারও কোনো কাজে আসবে না।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার একটি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এসব কথা বলেন তিনি। পুনর্মিলনী এই অনুষ্ঠানে দুই হাজারেরও বেশী নবীন-প্রবীণ শিক্ষার্থী অংশ নেন।
তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না জানিয়ে মন্ত্রী বলেন, উন্নয়নের ধারা চলমান রাখতে জনগণ আবারও শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে। জনগণ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করবে। কাজেই আগামী দিনে শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দিবে।
রেডিওটুডে নিউজ/এসবি