রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

Radio Today News

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কুয়াশায় টোল আদায় বন্ধ, তীব্র যানজট

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ১৮ ডিসেম্বর ২০২২

Google News
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কুয়াশায় টোল আদায় বন্ধ, তীব্র যানজট

ফাইল ছবি

আজ রোববার (১৮ ডি‌সেম্বর) ভোর রাত সা‌ড়ে ৪টা থে‌কে সকাল ৮টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। ফলে টোল আদায় বন্ধ রাখা হয় বঙ্গবন্ধু সেতু‌তে। 

এ‌তে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে কা‌লিহাতীর এ‌লেঙ্গা পর্যন্ত সৃষ্টি হ‌য় যানজট।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শ‌ফিকুল ইসলাম।

সেতুর ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্রে জানা গে‌ছে, ভোর রাত থে‌কে কুয়াশার প‌রিমাণ বে‌ড়ে যায়।দৃষ্টিসীমার ৪০ মি‌টা‌রের কম হওয়ায় সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তেই উভয় পা‌ড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। 

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, ঘন কুয়াশার কার‌ণে কিছু দেখা যা‌চ্ছিল না। ফলে সেতু‌তে দুর্ঘটনা এড়া‌নোর জন্য প্রায় সা‌ড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। বর্তমা‌নে কুয়াশার প‌রিমাণ ক‌মায় টোল আদায় শুরু হ‌য়েছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের