বুধবার,

২৯ জানুয়ারি ২০২৫,

১৫ মাঘ ১৪৩১

বুধবার,

২৯ জানুয়ারি ২০২৫,

১৫ মাঘ ১৪৩১

Radio Today News

গবেষণা প্ল্যান্ট দ্রুত বাস্তবায়ন ও করোনার টিকা তৈরির সুপারিশ

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ২২:৫৭, ১১ সেপ্টেম্বর ২০২২

Google News
গবেষণা প্ল্যান্ট দ্রুত বাস্তবায়ন ও করোনার টিকা তৈরির সুপারিশ

সংগৃহিত ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গোপালগঞ্জে করোনাভাইরাসের টিকা তৈরি এবং গবেষণা প্ল্যান্ট করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা দ্রুততার সাথে বাস্তবায়নের সুপারিশ করেছে।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে রোববার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এই সুপারিশ করা হয়। কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, মুহিবুর রহমান মানিক ও মো. আমিরুল আলম মিলন সভায় অংশগ্রহণ করেন।

সভায় আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল ২০২২ নিয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে পরবর্তী বৈঠকে অধিকতর পর্যালোচনা মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটি করোনার ভ্যাকসিন তৈরির লক্ষ্যে এ সম্পর্কিত আইন প্রণয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে।

সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের