শনিবার,

২৩ নভেম্বর ২০২৪,

৯ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪,

৯ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

মাহমুদউল্লাহ-মিরাজে ভর করে বাংলাদেশের ২৪৪

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৪, ১১ নভেম্বর ২০২৪

Google News
মাহমুদউল্লাহ-মিরাজে ভর করে বাংলাদেশের ২৪৪

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার ৫৩ রানের জুটি গড়েন। পরে ৫ রান যোগ হতেই ফেরেন সৌম্য সরকার, তানজিদ তামিম ও জাকির হাসান। ওই বিপর্যয় ঠেলে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী মিরাজের ব্যাটে ৮ উইকেটে ২৪৪ রান করেছে বাংলাদেশ। সেঞ্চুরি মিস করেছেন রিয়াদ। 

আজ সোমবার (১১ নভেম্বর) টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আর শুরুটাও দারুণ হয় সফরকারীদের। উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে ৫৩ রান যোগ করেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। কিন্তু এই জুটি ভাঙতেই অল্প সময়ের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। 

ব্যক্তিগত ১৯ রানে তানজিদ তামিম বিদায়ের পর স্কোরবোর্ডে আর ৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার এবং জাকির হাসান। সৌম্য কাটা পড়েন ২৪ রানে। ৪ রানে জাকির বিদায় নেন রানআউট হয়ে। আর রান খরায় ভোগা তাওহীদ হৃদয় এদিনও ব্যর্থ। ৭ রান করে বিদায় নেন তিনিও। 

৭২ রানেই ৪ উইকেট হারানো বাংলাদেশের হাল এরপর ধরেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতে রয়ে-সয়ে এরপর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন তারা। পঞ্চম উইকেট জুটিতে এ দুজন যোগ করেন ১৪৫ রান।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের