বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মঙ্গলবার বিসিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত সালাউদ্দিনের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে তিনি ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ছিলেন এবং ঘরোয়া ক্রিকেটেও ব্যাপক সাফল্য অর্জন করেছেন।
সালাউদ্দিনের কোচিং ক্যারিয়ার দেশের ক্রিকেটে সমৃদ্ধ। ২০১০-১১ সালে ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করার পর তিনি ২০১৪ সালে সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে তার অধীনে বেশ কয়েকটি শিরোপা জিতেছে দলগুলো, যা তাকে দেশের সেরা স্থানীয় কোচদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সম্প্রতি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর সালাউদ্দিনকে জাতীয় দলে ফেরানোর গুঞ্জন শুরু হয়। তবে ফিল সিমন্স প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেও, বিসিবি সালাউদ্দিনকে সহকারী কোচের প্রস্তাব দেয়। বিসিবির একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে সালাউদ্দিনকে দলের সঙ্গে পাওয়া যাবে বলে আশাবাদী বোর্ড, এবং তিনি ইতোমধ্যেই ভিসার আবেদন করেছেন।