মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪,

১৯ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪,

১৯ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

২য় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয় শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:০৪, ২ জুলাই ২০২১

আপডেট: ০২:১৭, ২ জুলাই ২০২১

Google News
২য় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয় শ্রীলঙ্কার

ছবি: সংগৃহীত

আজ হারলেই টি-টোয়েন্টির মতো ইংল্যান্ডের কাছে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারবে শ্রীলঙ্কা। এমন সমীকরণের ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয় সফরকারিদের। ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২১ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে লঙ্কানরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ পেসার স্যাম কারেনের তোপে পড়ে লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় ওভারে তিন বলের ব্যবধানে দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন স্যাম কারেন।

ক্যাপ্টেন কুশল পেরেরা (০) আর ওয়ান ডাউনে নামা আভিষ্কা ফার্নান্ডো (২) দুজনই হন এলবিডব্লিউ। এরপর চতুর্থ ওভারে শ্রীলঙ্কার ১২ রানের মাথায় পাথুম নিশাঙ্কাকে (৫) বোল্ড করেন বাঁহাতি স্যাম।

চারিথ আসালাঙ্কা মাত্র ৩ রান করে ডেভিড উইলির শিকার হলে মাত্র ২১ রানে ৪ উইকেট হারায় কুশল পেরেরার দল।

বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছেন ধনঞ্জয়া ডি সিলভা আর ওয়ানিন্দু হাসারাঙ্গা। পঞ্চম উইকেটে তারা যোগ করে ৬৫ রান।

৪৯ বলে ২৬ রান করা হাসারাঙ্গা স্যাম কারেনের চতুর্থ শিকার হলে আবারও বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২২ ওভার শেষে ৫ উইকেটে ৮৮ রান।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের