বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৬ জন যাত্রী নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১২, ২৩ জুলাই ২০২১

আপডেট: ২০:২২, ২৩ জুলাই ২০২১

Google News
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৬ জন যাত্রী নিহত

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৬ জন যাত্রী নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলীতে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ১ জন আহত হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ৮ টার দিকে ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কে বৈলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন- ফকিরহাটের নলধা মৌভোগ এলাকার দিলিপ রাহার ছেলে উৎপল রাহা (৪৫) একই এলাকার জগদীশ দত্তের ছেলে নয়ন দত্ত (২৫) ও রামপাল উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চাকসী বাজারেরর অহিদুজ্জামানের ছেলে আব্দুল হাই (৫৫) ও বাগেরহাট সদরের দক্ষিণ খানপুর এলাকার মোনতাজ শেখের ছেলে নজরুল ইসলাম শেখ (৫০)।

নিহত যাত্রীদের সকলেই পানচাষী ও শ্রমিক। আহত ইজিবাইকের যাত্রী নুর মোহাম্মদকে  (৬০) উদ্ধার করে ফরিকহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক সাতক্ষীরার রঘুনাথপুরের সিদ্দিক হোসেনের ছেলে ওসমান গনি (২০)কে পুলিশ আটক করেছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম খায়রুল আনাম জানান, নোয়াপাড়া থেকে ফকিরহাটগামী যাত্রীবাহী ইজিবাইকটি বৈলতলী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী ঘটনাস্থালেই নিহত হয়।

মুখোমুখি সংর্ঘষে দুমড়ে মুচড়ে ইজিবাইকের মধ্যে থাকা আহত নূর মোহাম্মদকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক ওসমান গনি (২০) কে আটক করা হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ জানান, খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ৬ লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছে।

তিনি জানান, কাটাখালীর নওয়াপাড়া বাজারে পান বিক্রি করে ৭ যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ওই ইজিবাইকে করে ফকিরহাটের দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮ টার দিকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি খালি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ওই ইজিবাইকে থাকা ৬ জন যাত্রী নিহত হয়।

মোল্লাহাট হাইওয়ে ক্যাম্পের আইসি শেখ আবুল হাসান জানান, নিহতদের ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: বাসস

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের