বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

কুড়িগ্রামে শীতে জনজীবনে স্থবিরতা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:০২, ৩ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ০৪:১৩, ৩ ফেব্রুয়ারি ২০২২

Google News
কুড়িগ্রামে শীতে জনজীবনে স্থবিরতা

ছবি: রেডিও টুডে

উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চলছে মাঝারি শৈত্য প্রবাহ।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি) কিছুটা তাপমাত্রা বাড়লেও কনকনে ঠান্ডা বাতাসে কাহিল হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। আজ মেঘে ঢাকা সমস্ত অঞ্চল।

কয়েকদিনের ঠান্ডায় মানুষের পাশাপাশি গবাদি পশুগুলিও চরম কষ্টে পড়েছে। প্রচন্ড ঠান্ডায় কলেরা রানীক্ষেত সহ শীতজনিত নানা রোগে জেলার বিভিন্ন খামারে কয়েকদিনে প্রায় ২৫ থেকে ৩০ হাজারা মুরগির বাচ্চা মারা গেছে।

তীব্র শীতে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন পড়েছেন চরম বিপাকে। শীতকে উপেক্ষা করে কেউ কেউ বাইরে বেরুলেও কষ্টের সীমা নেই তাদের। কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানায়, বুধবার সকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এদিকে, প্রচন্ড ঠান্ডায় গরু ছাগলসহ বিভিন্ন গবাদি পশুরাও পড়েছে চরম কষ্টে।
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের