বারো মাসে তেরো পার্বণের দেশে এই পৌষ মাসের শেষ দিনটিতে পুরান ঢাকাবাসী উৎযাপন করে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই পুরান ঢাকা বাসা বাড়ির ছাদে সূর্যোদয় থেকে চলে ঘুড়ি উড়ানোর প্রস্তুতি। পাশাপাশি চলে পিঠা উৎসব। তবে আধুনিকতার স্পর্শে শুধু ঘুড়িতেই সীমাবদ্ধ থাকে না এখনের সাকরাইন। চলে আতশবাজি, রঙবেরঙের আলোকসজ্জাসহ নানান আয়োজন। আর রঙিন হয়ে ওঠে পুরান ঢাকা।