ছবি: রেডিও টুডে
“সবাই মিলে বাঁধবো জোট, বাল্যবিবাহ করবো রোধ” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলাকে প্রাথমিকভাবে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার হেলিপ্যাড মাঠে আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করে রাজারহাট উপজেলা প্রশাসন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকতে সকলকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম, রাজারহাট থানার ওসি রাজু সরকারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী কাজীসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/জেএফ