
এখনও হস্তান্তর করা হয়নি লামিয়ার মরদেহ। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আজ বিকেলের মধ্যেই শেষ হতে পারে ময়নাতদন্তের কাজ। মরদেহ হস্তান্তর করা হলে পটুয়াখালীতে নিজ গ্রামে লামিয়ার দাফন সম্পন্ন করা হবে।
এ সময় মর্গের সামনে অবস্থান করছিলেন লামিয়ার আত্মীয়-স্বজন। লামিয়াকে ধর্ষণের চিহ্নিত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। লামিয়ার আত্মহত্যার কারণ হিসেবে গ্রেপ্তার ২ অপরাধীকেই দায়ী করছেন তারা।
উল্লেখ্য, শনিবার রাত দশটায় আত্মহত্যা করার পর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া (১৭) শনিবার রাতে আত্মহত্যা করেন।
রাজধানীর শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেডিওটুডে নিউজ/আনাম