রোববার,

২৭ এপ্রিল ২০২৫,

১৪ বৈশাখ ১৪৩২

রোববার,

২৭ এপ্রিল ২০২৫,

১৪ বৈশাখ ১৪৩২

Radio Today News

আড়িয়াল বিলে অবৈধ মাটি কেটে বিক্রি বন্ধে চেকপোস্ট বসানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫২, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: ২৩:৫৬, ২৬ এপ্রিল ২০২৫

Google News
আড়িয়াল বিলে অবৈধ মাটি কেটে বিক্রি বন্ধে চেকপোস্ট বসানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আড়িয়াল বিলের বৈচিত্র্য যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে, অবৈধ মাটি কেটে বিক্রি বন্ধে চেকপোস্ট বসানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগরের শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

কর্মসূচিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানসহ সংশ্লিষ্টরা।

এ সময় স্থানীয় কৃষকদের সঙ্গে বিভিন্ন সমস্যা সংকট নিরসনের মতবিনিময় সভায় আলোচনায় বিভিন্ন প্রশ্নোত্তর দেন উপদেষ্টারা।

পরে কৃষকদের নানা দাবির বিষয়ে স্বরাষ্ট উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করতে ব্যবস্থা ও বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের শাকসবজি সংরক্ষণে দুটি হিমাগারও নির্মাণের কথাও জানান তিনি।

দুর্নীতি বন্ধে সবার আগে চেষ্টার কথা উল্লেখ্য করে উপদেষ্টা আরো বলেন, যেখানেই সরকারি কল-কারখানা সেখানেই দুর্নীতি শুরু হয়। দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের