
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান খুন ছিল 'পূর্ব পরিকল্পিত। মামলায় অভিযুক্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও, বিচারিক কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। এমনকি বিচার সংশ্লিষ্টদের ওপর টাইম বোমা হামলার চেষ্টার মতো ভয়াবহ অভিযোগও করেছে তারা।
শনিবার (২৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রায় ঘোষণার সাত কার্যদিবসের মধ্যেই তা কার্যকর করতে হবে, অন্যথায় তারা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে। একইসঙ্গে আছিয়া, পারভেজ ও তোফাজ্জলসহ জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিও জানায় সংগঠনটি।
এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন আরও জানায়, প্রদীপ কুমারের মতো মানবাধিকার লঙ্ঘনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলেই বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে। পাশাপাশি তারা স্পষ্ট করে দেয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রেডিওটুডে নিউজ/আনাম