
কক্সবাজারের উখিয়ার থাইংখালী বিট এলাকায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর একটি স্থাপনায় তালা লাগিয়েছে বন বিভাগ। ওই স্থাপনাটির বিরুদ্ধে জারি করা হয়েছে উচ্ছেদ নোটিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের অধীনস্থ শফিউল্লা কাটা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত ওই স্থাপনাতে তালা ঝুলানো হয়। ইউএনএইচসিআর-এর ব্যানারে ওই স্থাপনায় ডাটা সেন্টার নির্মাণের কাজ চলছিল বলে জানিয়েছেন বন বিভাগের দায়িত্বশীলরা।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া (রেঞ্জ কর্মকর্তা) শাহিনুল ইসলাম শাহীন।
ওই উচ্ছেদের নোটিশে বলা হয়েছে, স্থাপনাটি ২০১৭-১৮ সালের শরণার্থী সংকটকালে থাইংখালী বিট এলাকার সাধারণ বনভূমিতে নির্মিত হয়। এটি বাংলাদেশ বন আইন, ১৯২৭-এর ২৬ ও ২৮ ধারা অনুযায়ী অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এবং অনুমতি ছাড়া বনভূমিতে ঘর নির্মাণ করায় পরিবেশ ও বন সংরক্ষণে হুমকি সৃষ্টি করছে।
নোটিশে আরও বলা হয়, স্থাপনাটি ২২ এপ্রিল মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে বল হয়। কিন্তু তাদের পক্ষ থেকে জবাব না পাওয়ায় বনবিভাগ তাদের কাজ বন্ধ করে তালা লাগিয়ে দেয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুল ইসলাম শাহীন বলেন, গত ২১ এপ্রিল থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশের স্বাক্ষরিত নোটিশটি সরাসরি ইউএনএইচসিআর-এর অফিস বরাবর পাঠানো হয়েছে। ইউএনএইচসিআর-এর পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবৈধভাবে বনভূমিতে কোনো স্থাপনা রাখা যাবে না। আমরা পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।