বৃহস্পতিবার,

২৪ এপ্রিল ২০২৫,

১০ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

২৪ এপ্রিল ২০২৫,

১০ বৈশাখ ১৪৩২

Radio Today News

গত ৫ আগস্ট সংসদ ভবনের, চাঞ্চল্যকর তথ্য দিলেন পলক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০১, ২৩ এপ্রিল ২০২৫

Google News
গত ৫ আগস্ট সংসদ ভবনের, চাঞ্চল্যকর তথ্য দিলেন পলক

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত সংসদ ভবনেই লুকিয়ে ছিলেন অনেকেই। আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে এসব চাঞ্চল্যকর তথ্য দেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

পলক জানান, তিনি এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ আরও ১২ জন জাতীয় সংসদ ভবনের একটা কক্ষে লুকিয়ে ছিলেন।

শুনানি চলাকালে তিনি অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।

পরে শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টা, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের