মঙ্গলবার,

২২ এপ্রিল ২০২৫,

৯ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

২২ এপ্রিল ২০২৫,

৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

কক্সবাজার টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৪, ২১ এপ্রিল ২০২৫

Google News
কক্সবাজার টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় রফিক নামে এক ডাকাত সদস্যকে আহত অবস্থায় আটক করা হয়।

আজ সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালী পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

পুলিশ জানায়, এদিন সন্ধ্যার দিকে যৌথ বাহিনীর একটি দল টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালী পাড়া একটি বিশেষ অভিযান শুরু করে। অভিযান টের পেয়ে যৌথ বাহিনী সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে ডাকাত দলের সদস্যরা। এক পর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা জবাবে দিলে রফিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, যৌথ বাহিনীর সদস্যরা অভিযানে গেলে সেখানে হঠাৎ গুলি ছুড়তে শুরু করে ডাকাতদল। যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা জবাবে দিলে রফিক আহত হয়। রফিকের বিরুদ্ধে থানায় অপহরণ ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের