শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

ডিবি ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, চার যুবক গ্রেফতার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৪, ১৯ এপ্রিল ২০২৫

Google News
ডিবি ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, চার যুবক গ্রেফতার

খুলনায় ডিবি পুলিশ ও ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর বয়রা আজিজের মোড় এলাকার পুলিশের সাবেক ইন্সপেক্টর মাহফুজের বাড়ির ভাড়াটিয়া মো. ইফতেয়ার উদ্দীন সুমন ঢালীর বাসা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন—নগরীর বাগমার এলাকার মো. আব্দুল হামিদ সরদারের ছেলে সরকারি সিটি কলেজের প্রাক্তন ছাত্র মো. মাসুদ রানা, মিস্ত্রিপাড়া এলাকার আব্দুস সামাদ গাইনের ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ফয়সাল মাহমুদ, টুটপাড়া মহিরবাড়ী ছোট খালপাড় এলাকার কামরুল ইসলামের ছেলে সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র মো. সালাউদ্দিন এবং শেরেবাংলা আমতলা এলাকার ইউসুফ আলীর ছেলে ও একই কলেজের ছাত্র রিফাত পারভেজ রাফি।

ভুক্তভোগী ভাড়াটিয়া মো. ইফতেয়ার উদ্দীন সুমন ঢালী জানান, তিনি অনলাইনে ক্রিপ্টো কারেন্সির ব্যবসা করেন। বৃহস্পতিবার রাতে চার জন প্রথমে ডিবি পরিচয় দিয়ে তার ঘরে ঢোকেন। এরপর একটি ঘরে তাকে আটকে মারধর করতে থাকেন এবং অনলাইনে জুয়ার কারবারি হিসেবে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি করেন। এ সময় ঐ চার জন নিজেদের ছাত্র সমন্বয়ক পরিচয় দেন। তিনি বলেন, টাকা দিতে না পারায় আলমারি থেকে আমার স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে নেন। তবে চিত্কার শুনে লোকজন চলে আসায় আমি বেঁচে যাই।

স্থানীয়রা বলেন, ‘পুলিশের সাবেক কর্মকর্তা মাহফুজ আহমেদের বাড়িতে অনলাইনে জুয়া খেলা হচ্ছে—এমন অভিযোগে চার যুবক সেখানে প্রবেশ করেন। কিছু সময় পর মারধরের শব্দ পেয়ে আমরা বাড়িতে প্রবেশ করি। তখন ভাড়াটিয়ার কাছে অভিযোগ শুনে ঐ চার জনকে আটকে রেখে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিই।’

কেএমপির অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) হুমায়ুন কবির বলেন, গ্রেফতারকৃতরা বাড়ির লোকদের জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে তারা ভাড়াটিয়া সুমনের কাছে আরো ২ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় তাদের মারপিট করে তারা। এ সময়ে ভুক্তভোগীর চিত্কার শুনে এলাকার মানুষ জড়ো হয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়। তারা নিজেদের বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয় দিতে থাকে। নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত চার জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের