শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

রাজধানীর যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪২, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১১:৫৩, ১৮ এপ্রিল ২০২৫

Google News
রাজধানীর যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের আওতায় নির্মাণাধীন এমআরটি লাইন-১ এর বিমানবন্দর ও খিলক্ষেত ভূগর্ভস্থ স্টেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান গ্যাস পাইপলাইন সরানোর কাজের জন্য আজ শুক্রবার রাজধানীর বেশ কিছু এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এতে বলা হয়েছে, আজ সকাল৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো- বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজি এবং কাওলা এলাকার বলাকা ভবন থেকে শুরু করে শাহজাদপুরের সুবাস্তু টাওয়ার পর্যন্ত।

এসব এলাকার শিল্প, বাণিজ্যিক এবং ক্যাপটিভ শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
এ ছাড়া, রাজধানীর নিকুঞ্জ, খিলক্ষেত, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল, জগন্নাথপুর, কালাচাঁদপুর এবং আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের