শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

বৃষ্টির পানি ভর্তি গর্তে পড়ে গেল লেগুনা, নিহত দুই পোশাক শ্রমিক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৬, ১৭ এপ্রিল ২০২৫

Google News
বৃষ্টির পানি ভর্তি গর্তে পড়ে গেল লেগুনা, নিহত দুই পোশাক শ্রমিক

সাভারের আশুলিয়ায় সড়কে বৃষ্টির পানি ভর্তি গর্তে যাত্রীবাহী লেগুনা পড়ে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ডিইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এনভয় গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানার সুপারভাইজার বদিউল আলম গাজী (৩৫) ও উনিমাস ক্যাপ ফ্যাক্টরির পোশাক শ্রমিক হৃদয় মিয়া (২৫)। আহতরা হলেন- বিলকিস (৩৫), সুব্রত পাল (৩৫) ও নুরুল ইসলাম (৫০)।

পথচারীরা জানায়, বিকেলে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে জামগড়ায় সড়ক পানিতে তলিয়ে যায়। এসময় সড়কে পানির জটলা বাঁধে। ওই সময় জামগড়া থেকে যাত্রী নিয়ে আশুলিয়ায় যাচ্ছিলেন একটি লেগুনা। এসময় জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এসে পৌঁছালে লেগুনাটি পানি ভর্তি খোলা গর্তে পড়ে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে আশুলিয়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের পারভেজ আলী এক কর্মকর্তা বলেন, আশুলিয়ার জামগড়ায় লেগুনা দুর্ঘটনায় পাঁচজনকে হাসপাতাল নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, লেগুনা গর্তে পড়ে গিয়ে উল্টে যায়। এ ঘটনায় দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের