শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

শোভাযাত্রায় অংশ না নেওয়ায় হলের খাবার বন্ধ করলেন ইবি প্রভোস্ট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৮, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৪১, ১৬ এপ্রিল ২০২৫

Google News
শোভাযাত্রায় অংশ না নেওয়ায় হলের খাবার বন্ধ করলেন ইবি প্রভোস্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় অংশ না নেয়ায় প্রভোস্টের বিরুদ্ধে খালেদা জিয়া হলের ডাইনিংয়ে খাবার বন্ধের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দুপুরের খাবার বন্ধের সিদ্ধান্ত হলের মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেন হল প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন। এতে বিপাকে পড়েন হলের আবাসিক শিক্ষার্থীরা। পরে ক্ষুব্ধ হয়ে প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন তারা।

জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকাল ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সকল বিভাগ ও হলের শিক্ষার্থীদেরকে অংশ নেয়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোভাযাত্রায় খালেদা জিয়া হলের পক্ষ থেকে কম সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেয়। এতে ক্ষিপ্ত হয়ে দুপুরের খাবার বন্ধ করে দেয় হল প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উক্ত হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সবসময় হল থেকে যে কোনো অনুষ্ঠান জমকালো আয়োজনে করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা এবারো সে অনুযায়ী আয়োজন করেছিলাম। আমাদের হলে ৪০০ জন আবাসিক শিক্ষার্থী আছে। সেখান থেকে মাত্র ৬-৭ জন শিক্ষার্থী অংশ নেয়ায় একটা পর্যায়ে আমি খুব হতাশ হয়ে দুপুরের খাবার বন্ধ করতে বলি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের