শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২০, ১৬ এপ্রিল ২০২৫

Google News
রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি

দেশে বেশ কয়েক দিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে আজ হচ্ছে ঝুম বৃষ্টি। বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া, এরপর পরই নামে বৃষ্টি।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বজ্রবৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি বলছে, আগামী কয়েকদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের