বুধবার,

১৬ এপ্রিল ২০২৫,

৩ বৈশাখ ১৪৩২

বুধবার,

১৬ এপ্রিল ২০২৫,

৩ বৈশাখ ১৪৩২

Radio Today News

অবশেষে কফি হাউজে পিটুনি খাওয়া কিশোরীকে খুঁজে পেল পুলিশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০৮, ১৬ এপ্রিল ২০২৫

Google News
অবশেষে কফি হাউজে পিটুনি খাওয়া কিশোরীকে খুঁজে পেল পুলিশ

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউজে’র সামনে লাঠিপেটার শিকার সেই কিশোরীর খোঁজ পেয়েছে পুলিশ। তার নাম লামিয়া আক্তার

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই কিশোরীর খোঁজ পাওয়া গেছে। তার নাম লামিয়া। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, ওই কিশোরীকে লাঠিপেটা করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউজের দুজনকে গ্রেপ্তার করা হয়। কিশোরীকে মারধরের ঘটনায় প্রতিষ্ঠানটির দুইজন কর্মচারীকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মো. রাকিবুল হাসান এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন, প্রতিষ্ঠানটির ম্যানেজার আল-আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

এর আগে, সোমবার (১৪ এপ্রিল) ওই দুই কর্মীকে আটক করে রামপুরা থানা পুলিশ। পরে নারীর প্রতি সহিংসতার অপরাধে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের