বুধবার,

১৬ এপ্রিল ২০২৫,

৩ বৈশাখ ১৪৩২

বুধবার,

১৬ এপ্রিল ২০২৫,

৩ বৈশাখ ১৪৩২

Radio Today News

ধান কাটা শেষ করতে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৫, ১৬ এপ্রিল ২০২৫

Google News
ধান কাটা শেষ করতে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল

সুনামগঞ্জ ও উজানে চলতি মাসের ১৮ তারিখ থেকে এক সপ্তাহের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এমন অবস্থায় কৃষকের ধান ঘরে তোলার আগ পর্যন্ত ডিসি, ইউএনওসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং কৃষি অফিসের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। সংবাদ সম্মেলনে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোস্তফা আল আজাদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, আগামী এক সপ্তাহ সুনামগঞ্জ ও ভারতে অতিরিক্ত বৃষ্টিপাতে নদীর পানি বাড়তে পারে। এমন পরিস্থিতিতে কৃষকদের আতঙ্কিত না হয়ে প্রস্তুত থাকতে হবে। ধান পেকে গেলে অপেক্ষা না করে দ্রুত ধান কাটার ব্যবস্থা করতে হবে। ধান কাটায় অসুবিধা হলে প্রশাসন ও কৃষি বিভাগ সহযোগিতা করবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের