
ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী মাপের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৫।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আজ সোমবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ৩ মিনিটে দ্বীপপুঞ্জের দক্ষিণে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) গভীরতায়।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা নিশ্চিত করেছে যে, উৎপত্তিস্থল গভীর সমুদ্র থেকে হওয়ায় তীব্র ভূমিকম্প সত্ত্বেও সুনামির হুমকি নেই।
সাতসকালে আঘাত হানা এই ভূমিকম্পে অতি সুন্দর এই দ্বীপপুঞ্জটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল সৈকতের জন্য ফিজি বিখ্যাত। ২০২৪ সালে প্রায় এক মিলিয়ন পর্যটককে স্বাগত জানিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম