শুক্রবার,

১৮ এপ্রিল ২০২৫,

৪ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

১৮ এপ্রিল ২০২৫,

৪ বৈশাখ ১৪৩২

Radio Today News

মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৮, ৯ এপ্রিল ২০২৫

Google News
মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন

দুই বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকে কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়। ওই তালিকায় রয়েছেন মৃত জামাল উদ্দীনের নাম। তাকে কুড়িগ্রাম জেলার মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত অবস্থায় ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন জামাল উদ্দীন।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, জামাল উদ্দীন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত অবস্থায় ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন।

সূত্র জানায়, তিনটি তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের একটি তালিকায় ১৩ নম্বরে রয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনের নাম। তালিকায় তার নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন তার পরিবার ও সংশ্লিষ্টরা।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। মৃত জামাল উদ্দীন ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের স্নাতকের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার বাবা।

মৃত স্বামীর পদায়নের খবর জানার পর বিস্ময় প্রকাশ করেছেন অবন্তিকার মা তাহমিনা শবনম বলেন, অবন্তিকার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। শিক্ষকতা ছাড়াও আরও অন্য ৭টি সংস্থায় চাকুরির সুযোগ পেয়েও তিনি শিক্ষকতাকে বেছে নেন। তিনি জীবনে তদবির, তোষামোদি করতেন না, তা করলে হয়তো জীবদ্দশায় পদোন্নতিটা দেখে যেতে পারতেন।

তাহমিনা আরও বলেন, ‘তিনি (স্বামী) মারা যাওয়ার প্রায় ২ মাস পর একটি গোয়েন্দা সংস্থা থেকে পদোন্নতির বিষয়ে কিছু তথ্য জানতে চাওয়া হয়। তখন আমি বলেছিলাম, যার পদোন্নতির জন্য তথ্য জানতে চাওয়া হচ্ছে, তিনি মারা গেছেন। কিন্তু এরপরও হয়তো ভুলে আমার মৃত স্বামীকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।’

এদিকে ২০২৪ সালের ১৫ মার্চ রাতে ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার বাসায় রশিতে ঝুলে আত্মহত্যা করেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর (সাময়িক বরখাস্ত) দ্বীন ইসলামের বিরুদ্ধে হয়রানি ও নিপীড়নের অভিযোগ করেন তিনি।

এ ঘটনার পরে আত্মহত্যার প্ররোচনার প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে দুজনই জামিনে রয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের