শুক্রবার,

১৮ এপ্রিল ২০২৫,

৪ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

১৮ এপ্রিল ২০২৫,

৪ বৈশাখ ১৪৩২

Radio Today News

সীমান্তের ওপারে আগুনের কুণ্ডলী, সর্তক অবস্থানে বিজিবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪৮, ৯ এপ্রিল ২০২৫

Google News
সীমান্তের ওপারে আগুনের কুণ্ডলী, সর্তক অবস্থানে বিজিবি

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফেরত যাওয়ার আলোচনার মধ্য কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখা গেছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া, শাহপরীর দ্বীপসহ তিনটি সীমান্তসংলগ্ন ওপারে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখেন সীমান্তের বাসিন্দারা।

রোহিঙ্গা বলছে, রাখাইনে পেলে আসা তাদের পরিত্যক্ত বাড়িঘরগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছে আরাকান আর্মি। সম্প্রতি সময়ে মিয়ানমারে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত যেতে রাজি হওয়ায় এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা। যাতে রোহিঙ্গা বোঝে, সেখানকার পরিস্থিতি এখনো ভালো হয়নি।

তবে সীমান্তে মিয়ানমারে অভ্যন্তরে আগুনের ধোঁয়া দেখা গেছে উল্লেখ করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘সীমান্তে বিজিবি অনুপ্রবেশ ঠোকাতে সর্তক অবস্থানে রয়েছে। নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হবে না।’

সীমান্তের বাসিন্দারা বলছেন, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া, শাহপরীর দ্বীপের পূর্বে নাফ নদের ওপারে রাখাইনে মংডুর পেরাংপ্রুতে আগুনের ধোঁয়া দেখা গেছে। এ ছাড়া সোমবারও এসব এলাকায় আগুনের ধোঁয়া দেখা যায়। মূলত রাখাইনে জামতলি, পেরাংপ্রু ও মাংগালা এলাকায় রোহিঙ্গাদের পরিত্যক্ত বাড়িঘরগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছে বলে জানা গেছে।  

সীমান্তের শাহপরীর দ্বীপের বাসিন্দা সালা উদ্দিন বলেন, ‘সকালে নাফ নদীর ওপারে রাখাইনে আগুনে ধোঁয়া দেখা গেছে। এ সময় স্থানীয় লোকজন দেখতে ভিড় করে জেটিঘাটে। মূলত রোহিঙ্গাদের প্রত্যাবাসন আলোচনা শুরু হওয়ায় এ ধরনের ঘটনা চোখে পড়ছে। যাতে রোহিঙ্গা ফিরে না যায়, তাই আগুন দিয়ে আতঙ্ক বাড়াচ্ছে।’

টেকনাফ সীমান্তের বাসিন্দা আবদুল কাদের বলেন, ‘ওপারে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে ঠিক ওপারে এখন কী হচ্ছে এপার থেকে বলা মুশকিল। এ ধরনের ঘটনা ঘটছে আবার রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের