
ফরিদপুরে একটি বিয়েবাড়ির গেটে বরপক্ষে প্রবেশের সময় পার্টি স্প্রে ছেটানো নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এনিয়ে কনে পক্ষের অনুরোধ সত্ত্বেও ফিরে গেছে বরপক্ষ।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের এক মেয়ের সঙ্গে পাশের সদরপুর উপজেলার এক যুবকের মোবাইল ফোনে কাবিননামা হয়। শুক্রবার বিয়ে কথা ছিল। এদিন বরযাত্রী চলে আসে। পরে গেটে পার্টি স্প্রে ছেটানো নিয়ে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় কনের বাবাসহ বেশ কয়েকজন আহত হন। এক পর্যায়ে বরযাত্রীরা বউ না নিয়ে ফেরত চলে যায়।
কনের বাবা বলেন, বিয়ের গেটে একটু আনন্দ করার সময় মারামারি হয়। এ নিয়ে আমি বরপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করি। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বরপক্ষের লোকজন খাবারের প্যান্ডেলসহ চেয়ার-টেবিল পর্যন্ত ভাঙচুর করে। খাবার ফেলে দেয়।
তার দাবি, এসময় বিয়েতে উপহার হিসেবে ওঠা দুই লাখ ৩০ হাজার টাকা লুট হয়ে যায়।
তিনি বলেন, পরে ওই বাড়িতে মেয়ে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বরপক্ষ ফেরত চলে গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে বরপক্ষে সঙ্গে যোগাযোগ করা যায় নাই।
কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, মেয়েপক্ষ ওই বরের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়।