মঙ্গলবার,

০৮ এপ্রিল ২০২৫,

২৪ চৈত্র ১৪৩১

মঙ্গলবার,

০৮ এপ্রিল ২০২৫,

২৪ চৈত্র ১৪৩১

Radio Today News

আবু সাঈদ হত্যা: সুষ্ঠু বিচারের আশ্বাস প্রধান বিচারপতির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৪, ৬ এপ্রিল ২০২৫

Google News
আবু সাঈদ হত্যা: সুষ্ঠু বিচারের আশ্বাস প্রধান বিচারপতির

জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এসময় তিনি শহীদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি পরিবারকে হত্যা জড়িতদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। 

রোববার (৬ এপ্রিল) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও মোনাজাত করেন তিনি। 

এসময় শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রধান বিচারপতি বলেন, হত্যার সঙ্গে যারাই জড়িত থাকুক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেক অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। 

আবু সাঈদ হত্যা মামলার বাদি রমজান আলী বলেন, প্রধান বিচারপতি আমার ভাইয়ের হত্যার সঙ্গে যারাই জড়িত রয়েছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে বলে প্রধান বিচারপতি আশ্বস্ত করেছেন।

এসময় তার অপর ভাই আবু হোসেন বলেন, আমার ভাইয় হত্যায় যারা জড়িত শুধু তারাই যেন এই মামলায় অন্তর্ভুক্ত হয় এবং শাস্তি  পায়। নিরপরাধ  মানুষ যেন শাস্তি বা হয়রানির শিকার না হয়।

এর আগে বিকেলে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধান বিচারপতি।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আবু সাঈদ হত্যার সবকটি মামলা যাতে সঠিক বিচারিক প্রক্রিয়ায় সমাধানে পৌঁছায় সেদিকেই সবাইকে সচেষ্ট হতে হবে।

প্রধান বিচারপতি বলেন, ষাটের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ড. শামসুজ্জোহা যেমন স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন, ঠিক তেমনি বহু বছর পরে সেটারই পুনরাবৃত্তি ঘটেছে জুলাই ২৪ এ আবু সাঈদের সুপ্রিম সেক্রিফাইসের মাধ্যমে। যে কারণে আবু সাঈদকে সারাজীবন শ্রদ্ধার সঙ্গে বাঙালি জাতি স্মরণ করবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের