
চট্টগ্রামের লোহাগাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার আহসান হাবিব জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান। আহতদের দ্রুত লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাতজন নিহত হন। আহতদের মধ্যে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার (৩১ মার্চ) দুই বাসের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হন। গতকাল মঙ্গলবারও একই স্থানে দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন। এক সপ্তাহের ব্যবধানে একই এলাকায় দুটি বড় দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম