বৃহস্পতিবার,

০৩ এপ্রিল ২০২৫,

১৯ চৈত্র ১৪৩১

বৃহস্পতিবার,

০৩ এপ্রিল ২০২৫,

১৯ চৈত্র ১৪৩১

Radio Today News

বাঁধ ভেঙে ডুবেছে অন্তত ১০ গ্রাম, ঈদে নির্ঘুম রাত কেটেছে গ্রামবাসী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪০, ১ এপ্রিল ২০২৫

Google News
বাঁধ ভেঙে ডুবেছে অন্তত ১০ গ্রাম, ঈদে নির্ঘুম রাত কেটেছে গ্রামবাসী

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর পানির তোড়ে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার আনুলিয়া ইউনিয়নবাসীর ঈদের দিন রাত কেটেছে নির্ঘুম। সোমবার (৩১ মার্চ) রাতে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ইউনিয়নের ২০ হাজারের বেশি মানুষ। ভেসে গেছে চার শতাধিক মৎস্যঘের। তলিয়ে গেছে ৫০০ বিঘা বোরো ধান।

ঘরবাড়ি ছেড়ে তিন শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে অন্যত্র। অনেকেই ঘরবাড়ি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে বাঁধ সংস্থার করা না গেলে  ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়বে।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সাড়ে ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, ভাঙনকবলিত এলাকা দিয়ে গ্রামের মধ্যে হু হু করে পানি ঢুকছে। স্থানীয় উদ্যোগে কয়েক’শ মানুষ ভাঙন দিয়ে পানি আটকানোর চেষ্টা করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পক্ষে মাইকিং করে জানানো হচ্ছে আগামীকাল (২ এপ্রিল) বুধবার সকাল সাতটার মধ্যে প্রতিটি বাড়ির নারীরা বাদে পুরুষদের বাঁধ সংস্কারে অংশ নেওয়ার জন্য।

বিছট উচ্চমাধ্যমিক মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু দাউদ জানান, পানি উন্নয়ন বোর্ডের বিছট গ্রামের যে স্থানে বাঁধ ভেঙে গেছে, ওই স্থান দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ ছাড়া স্থানীয় মৎস্যঘেরে পানি তোলার জন্য পানি উন্নয়ন বোর্ডর বাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে পানি তোলার কারণে হঠাৎ বাঁধটি ধসে যায়। গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঈদের নামাজ পড়ার সময় গ্রামবাসী জানতে পারেন, হঠাৎ বাঁধটি ধসে গ্রামের মধ্যে পানি ঢুকছে। নামাজ শেষ না করেই কয়েক হাজার মানুষ এক হয়ে বাঁধটি সংস্কারের চেষ্টা করেন। কিন্তু বেলা ১১টার দিকে তাঁদের সে উদ্যোগ ভেস্তে যায়। এ কারণে খোলপেটুয়া নদীর পানিতে একের পর এক গ্রামে পানি ঢুকতে শুরু করে।

তিনি আরও বলেন, তাঁর বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে। ১০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু। বাঁধ সংস্থার করা না গেলে তাঁর বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়বে।

আনুলিয়া ইউপির চেয়ারম্যান মো. রুহুল কদ্দুস জানান, বাঁধ ভেঙে যাওয়ায় গতকাল রাত তাঁদের নির্ঘুম কেটেছে। ঈদে তাঁর ইউনিয়নের মানুষ আনন্দ উপভোগ করতে পারেনি।

ইউপির চেয়ারম্যানের দাবি, দ্রুত ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা না গেলে শুধু আনুলিয়া ইউনিয়ন নয়, পার্শ্ববর্তী খাজরা, বড়দল ও প্রতাপনগরের একাংশ পানিতে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত নিতে দেরি হলে তিনি এলাকাবাসীর স্বার্থে আগামীকাল সকাল সাতটা থেকে বাঁধ মেরামতের কাজ শুরু করবেন।

পানি উন্নয়ন বোর্ডের খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, ঈদের কারণে দক্ষ শ্রমিক না পাওয়ায় বাঁধ নির্মাণের কাজ শুরু করা যাচ্ছে না। আশা করছেন, আগামীকাল কাজ শুরু করতে পারবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের