
চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে প্রাইভেটকারে থাকা চারজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৯ মার্চ) রাত পৌনে ৩টার দিকে গুলজার বেগম মোড়ে এই হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আব্দুল্লাহ ও মানিক নামে দুজনকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় ও রবিন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী অস্ত্রধারী কয়েকজন যুবক দ্রুতগতির একটি প্রাইভেটকার থামিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।
রেডিওটুডে নিউজ/আনাম