শুক্রবার,

০৪ এপ্রিল ২০২৫,

২১ চৈত্র ১৪৩১

শুক্রবার,

০৪ এপ্রিল ২০২৫,

২১ চৈত্র ১৪৩১

Radio Today News

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত, আহত আরও দু’জন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৮, ৩০ মার্চ ২০২৫

Google News
গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত, আহত আরও দু’জন

গাজীপুরের কোনাবাড়ীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। নিহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রোববার (৩০ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুরের চৌরাস্তা থেকে আসা তাকওয়া পরিবহনের একটি বাস কোনাবাড়ী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কোনাবাড়ী এলাকায় এই সংঘর্ষে গুরুতর আহত হন অটোরিকশার পাঁচ যাত্রী। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে এক নারীসহ তিনজন নিহত হয়। এই ঘটনায় আহত হয় আরও দু’জন। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) আশরাফুল ইসলাম জানান, কোনাবাড়িতে বাস ও অটো রিক্সা সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ তিনজন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের সদস্য।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের