মঙ্গলবার,

০১ এপ্রিল ২০২৫,

১৮ চৈত্র ১৪৩১

মঙ্গলবার,

০১ এপ্রিল ২০২৫,

১৮ চৈত্র ১৪৩১

Radio Today News

খুলনায় সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, আটক ১১

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪০, ৩০ মার্চ ২০২৫

Google News
খুলনায় সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, আটক ১১

খুলনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ ও যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত পৌনে ১টার দিকে নগরীর বানরগাতী আরামবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৩ পুলিশ ও নৌবাহিনীর এক সদস্যসহ বেশ কয়েকজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হন।

খুলনার নগরীর আরামবাগ এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও নৌবাহিনী। শনিবার (২৯ মার্চ) মধ্যরাতে ওই বাড়ি ঘেরাও করে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্ত্রাসীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। পরে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয় এবং ৫-৬টি পিস্তলসহ বিপুল পরিমাণ গুলি জব্দ করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে সন্ত্রাসীরা সেখানে গোপন বৈঠক করছে। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাড়িটি ঘেরাও করা হয়। অভিযানে যৌথ বাহিনীর সদস্যরাও অংশ নেন।

অভিযান প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে। রাতভর এলাকাটি ব্লক করে রাখা হয় এবং সকালে আরও অনুসন্ধান চালানোর পরিকল্পনা করা হয়েছে। পুলিশের মতে, সন্ত্রাসীরা পালানোর সময় অস্ত্র ও গুলি ফেলে যায়, যা উদ্ধার করা হয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের