মঙ্গলবার,

০১ এপ্রিল ২০২৫,

১৮ চৈত্র ১৪৩১

মঙ্গলবার,

০১ এপ্রিল ২০২৫,

১৮ চৈত্র ১৪৩১

Radio Today News

ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা, পিটুনিতে গুরুতর আহত দুই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৫, ২৯ মার্চ ২০২৫

Google News
ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা, পিটুনিতে গুরুতর আহত দুই

মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকালে এক ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এসময় পিটুনিতে গুরুতর আহত হয়েছেন ওই ছিনতাইকারীর দুই সহকারী। তবে ছিনতাইকারী দলের এক সদস্য রিকশাটি নিয়ে সটকে পড়েছেন।

শনিবার (২৯ মার্চ) ভোরে জেলার শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাঁওয়ে নওপাড়া পাকারাস্তা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম জাফর মিয়া। তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনির ফুলছড়ি এলাকায়। আহতরা হলেন- শরিয়তপুরের জাজিরার উপজেলার গোপালপুর গ্রামের জহির ও বরিশালের মুলাদির মুন্তাজপুর গ্রামের আরিফ শিকদার। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহামেদ জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে মহসিন বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। খানিকটা পথ গিয়ে নওপাড়া পাকা রাস্তায় পৌঁছালে ছিনতাইকারীরা রাস্তায় কলা গাছ ফেলে তারা পথরোধ করে। এসময় তাকে পিটিয়ে অটোরিকশাটি ছিনতাই করা হয়।  

তিনি জানান, মহসিন চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তিন জনকে আটক করে পিটুনি দেয়। তবে রিকশাটি নিয়ে চলে যায় অপর ছিনতাইকারী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কিছুক্ষণ পরই জাফর মিয়া মারা যায়। 

এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের